বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

গাজীপুর সংবাদদাতা, নেত্রকোণার আলো ডটকম:

গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় আজও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা। তাদের আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষ ও যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

শ্রমিকেরা রোববার (১০ নভেম্বর) সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গতকালও (৯ নভেম্বর) তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করেছেন। অবরোধের ফলে টঙ্গীর কলেজ গেট থেকে হোতাপাড়া পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, এবং অনেক যাত্রী পায়ে হেঁটে বা বিকল্প রাস্তা ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

শ্রমিকদের অভিযোগ, তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। ২৮ অক্টোবর তারা আন্দোলন করলে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জানায় যে, ৩ নভেম্বরের মধ্যে বেতন পরিশোধ করা হবে। কিন্তু নির্ধারিত দিনে বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়া হয়। ৫ নভেম্বর আবারও বিক্ষোভ হলে, পুলিশের আশ্বাসে শ্রমিকরা ফিরে যান, তবে ৯ নভেম্বরেও তাদের বেতন পরিশোধ করা হয়নি। বর্তমানে কারখানাটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

শ্রমিকরা জানিয়েছেন, তারা বেতন না পাওয়ায় মারাত্মক আর্থিক সমস্যায় পড়েছেন। তাদের ঘরভাড়া, দোকান বাকি রয়েছে এবং পরিবার চালানোর জন্য তাদের বেতন জরুরি। তারা বলছেন, “আমরা বেতন না পেলে বাসায় ফিরব না, আমাদের নায্য দাবি মেনে নিতে হবে।”

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম হোসেন জানিয়েছেন, “শ্রমিকরা তিন মাসের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com