বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন

৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি’র রিমান্ড মঞ্জুর

৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি’র রিমান্ড মঞ্জুর

কুমিল্লা সংবাদদাতা, নেত্রকোণার আলো ডটকম:
কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্মসচিব গোলাম কিবরিয়াসহ তিন অভিযুক্তের প্রত্যেকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুমিল্লা আদালত।

আজ সোমবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লা সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে শুনানি শেষে রিমান্ড মঞ্জুরের আদেশ দেওয়া হয়।

মামলার পিপি কাইমুল হক জানান, তদন্তকারী কর্মকর্তা সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্মসচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিমের দশ দিনের রিমান্ড আবেদন করেন, তবে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের সময় এই ঘটনায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ অনেক নেতাকর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছিল। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপে আটজনের প্রাণহানি ঘটে।

এই ঘটনায় তৎকালীন পুলিশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। পরে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে পহেলা সেপ্টেম্বর একই ঘটনার পাল্টা মামলা করেন নাশকতার কবলিত বাসটির তত্ত্বাবধায়ক আবুল খায়ের।

বর্তমানে মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, এবং কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখসহ অন্তত ১৯০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com