বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু আজ

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু আজ

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া আজ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে। সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে, যা চলবে আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। ডিজিটাল লটারি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে ভর্তি করা হবে।

ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ভর্তি কার্যক্রম, যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। অপেক্ষমাণ তালিকার ভর্তি কার্যক্রম চলবে প্রথম তালিকার জন্য ২২-২৪ ডিসেম্বর এবং দ্বিতীয় তালিকার জন্য ২৬-৩০ ডিসেম্বর পর্যন্ত।

এবার শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে একটি শ্রেণির শাখায় সর্বাধিক ৫৫ জন শিক্ষার্থী নেওয়া যাবে। ঢাকার স্কুলগুলোর ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকা হিসেবে প্রতিষ্ঠান সংলগ্ন তিনটি থানা নির্ধারণ করা হবে।

ভর্তিতে ৬৮ শতাংশ আসন কোটার আওতায় থাকবে। এরমধ্যে ৪০ শতাংশ ক্যাচমেন্ট এরিয়া কোটা, ৫ শতাংশ বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর-কর্মকর্তাদের সন্তানদের জন্য ১ শতাংশ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং সহোদর ভাই-বোনদের জন্য ৫ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। যদি এ কোটায় শিক্ষার্থী পাওয়া না যায়, তবে মেধাতালিকা থেকে ভর্তি করা হবে।

প্রসঙ্গত, আগে শুধু প্রথম শ্রেণিতে লটারি প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম চালানো হতো। তবে করোনা পরিস্থিতিতে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণির জন্য লটারির মাধ্যমে ভর্তি চালু হয়, যা বর্তমানে বহাল রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com