বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার

গাজীপুর সংবাদদাতা, নেত্রকোণার আলো ডটকম:

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দুইটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আজ বুধবার সকাল সাড়ে আটটা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় তারা ট্যাক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে অবরোধ সৃষ্টি করে। প্রায় দেড় ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে পোশাক শ্রমিকরা।

অপরদিকে, সকাল ১০টার দিকে বাঘের বাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে লিথি গ্রুপের এ্যাপারেলস্-২১ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা। প্রায় পৌনে ১ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর বেতন পরিশোধের আশ্বাস পেয়ে তারাও মহাসড়ক ছেড়ে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় তারা টেক্স নামক পোশাক কারখানা গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করে।

একপর্যায়ে শ্রমিকরা মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে সেই সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, অক্টোবর মাসের বেতনের দাবিতে আজ সকালে শ্রমিকরা ঢাকা মহাসড়ক অবরোধ করেছিল, পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়।

অপরদিকে, এদিন গাজীপুরের সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় লিথি গ্রুপের এ্যাপারেলস-২১ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় পৌনে এক ঘন্টা পর শিল্প পুলিশ মালিকপক্ষের সঙ্গে সমঝোতামূলক আলোচনা শেষে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।

এ প্রসঙ্গে শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়সাল বলেন, ‘কারখানা মালিক শ্রমিকদের মধ্যে বেতন পরিশোধের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। শ্রমিকরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।’

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com