বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন

ভারতীয় কম্বলসহ কলমাকান্দায় বাসের সুপারভাইজার আটক

ভারতীয় কম্বলসহ কলমাকান্দায় বাসের সুপারভাইজার আটক

একেএম মোজাম্মেল হক, কলমাকান্দা (নেত্রকোণা):
নেত্রকোণার কলমাকান্দায় সাতটি ভারতীয় কম্বলসহ মো. লোকমান (৪৩) নামে এক বাসের সুপারভাইজারকে আটক করেছে সেনাবাহিনী। তিনি কলমাকান্দার মাইসগানগা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার বাবনি এলাকায় ঢাকা থেকে কলমাকান্দাগামী ‘পাহাড়ি ট্রাভেলস’ নামক বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলমাকান্দা সেনা ক্যাম্পের সার্জেন্ট নাসির।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী বাবনি এলাকায় অভিযান পরিচালনা করে। বাসটি তল্লাশির সময় সাতটি ভারতীয় কম্বল জব্দ করা হয়।

আটক মো. লোকমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি নিয়মিতভাবে ভারতীয় কম্বল চোরাচালানের সঙ্গে জড়িত এবং এগুলো ঢাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া সেনা কর্মকর্তা ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com