বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
একেএম মোজাম্মেল হক , কলমাকান্দা (নেত্রকোণা):
নেত্রকোণা কলমাকান্দার পাচুরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদক সেবন এবং আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ রাখার দায়ে দুই ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে মোট ৪০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে অভিযানের পর দণ্ড প্রদান করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইজুল ওয়াসীমা নাহাত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, খালেকুজ্জামান (২৫) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বীর আহম্মদপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও সাইদুল ইসলাম (২৮) একই এলাকার ওয়াজেদ আলীর ছেলে।
৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব জানান, পাচুরা এলাকায় সেনাবাহিনীর সার্জেন্ট নাসিরের নেতৃত্বে যৌথ বাহিনী বৃহস্পতিবার রাতে চেকপোস্ট অভিযান চালায়। অভিযানে ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের শাস্তি প্রদান করা হয়।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “বৃহস্পতিবার রাতেই দণ্ডপ্রাপ্তদের নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।”