বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন

গাজাজুড়ে ইসরাইলি হামলায় নিহত আরও ৪৩ ফিলিস্তিনি

গাজাজুড়ে ইসরাইলি হামলায় নিহত আরও ৪৩ ফিলিস্তিনি

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় আরও ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে চলমান সংঘাতে মোট নিহতের সংখ্যা প্রায় ৪৩ হাজার ৮০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন লক্ষাধিক।

রোববার (১৭ নভেম্বর) আল জাজিরা-এর বরাতে এ তথ্য জানা গেছে।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার ইসরাইলি বাহিনীর চালানো হামলায় অন্তত ৪৩ জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। একইদিনে আনাদোলু জানিয়েছে, উত্তর ও দক্ষিণ গাজায় বিমান হামলায় ৩৪ জন নিহত হয়েছেন। চিকিৎসাসূত্র জানিয়েছে, উত্তর গাজার বেইট লাহিয়ায় একটি হামলায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হন। আহতদের মধ্যে অনেককে আল-আহলি ব্যাপটিস্ট ও কামাল আদওয়ান হাসপাতালসহ নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেইট লাহিয়া ও জাবালিয়ায় তীব্র আর্টিলারি শেলিং চালানো হয়। হামলার ফলে পশ্চিম জাবালিয়ার কয়েক ডজন বাড়ি ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে, যা ইসরাইলি সামরিক অভিযানের ভয়াবহতাকে ফুটিয়ে তোলে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত গাজায় আহত হয়েছেন অন্তত ১ লাখ ৩ হাজার ৬০১ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ১০ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরাইলের এই আক্রমণ অব্যাহত রয়েছে। হামলায় হাসপাতাল, স্কুল, মসজিদ, শরণার্থী শিবিরসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে।

গাজায় মানবিক সংকট
ইসরাইলি আগ্রাসনের কারণে গাজার ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৮৫ শতাংশ জনগণ খাদ্য, পানি এবং ওষুধ সংকটে দিন কাটাচ্ছেন। ইতোমধ্যে অবরুদ্ধ ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

ইসরাইলের এই নিরলস আক্রমণের জন্য আন্তর্জাতিক মহল নিন্দা জানালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। ইসরাইল ইতোমধ্যে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযুক্ত হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com