বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

এক দিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে

এক দিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৮৯ জন, যা চলতি বছর এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২০৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৬, ঢাকা বিভাগে ৪১২, বরিশালে ১২৩, চট্টগ্রামে ১৭২, খুলনায় ১৫৯, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৪৪, রংপুরে ১৯ ও সিলেটে ৯।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৯৮৪ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ৪১৫ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com