বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

এস আলমের ঋণ জালিয়াতি : বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব

এস আলমের ঋণ জালিয়াতি : বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
এস আলম গ্রুপ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে বাংলাদেশ ব্যাংকের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৮ নভেম্বর) সংস্থাটির একটি ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক ইয়াছির আরাফাত স্বাক্ষরিত তলবি চিঠিতে কর্মকর্তাদের আগামী ২০ ও ২১ নভেম্বর উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে কর্মকর্তাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত কপি সঙ্গে আনতে বলা হয়েছে। এছাড়া ইসলামী ব্যাংকের চাকতাই, জুবিলি রোড, এবং খাতুনগঞ্জ শাখার বিভিন্ন গ্রাহকের ঋণ পরিদর্শন ও মনিটরিং সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে ২০ নভেম্বর যাদের তলব করা হয়েছে- বাংলাদেশ ব্যাংক পরিদর্শন বিভাগের যুগ্মপরিচালক সুনির্বাণ বড়ুয়া, অনিক তালুকদার, অতিরিক্ত পরিচালক শংকর কান্তি ঘোষ, ছলিমা বেগম, উপপরিচালক মো. জুবাইর হোসেন ও রুবেল চৌধুরী।

২১ নভেম্বর যাদের তলব করা হয়েছে- বাংলাদেশ ব্যাংক ব্যাংক পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক সৈয়দ মু. আরিফ-উন-নবী, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. শোয়েব চৌধুরী, মো. মঞ্জুর হোসেন খান ও মো. আব্দুর রউফ, উপ-পরিচালক লেনিন আজাদ পলাশ এবং পরিচালক মো. সরোয়ার হোসাইন।

মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, ইউনাইটেড সুপার ট্রেডার্স, এবং সেঞ্চুরি ফুড প্রোডাক্টস নামে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে একই অভিযোগে ইসলামী ব্যাংকের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করেছিল দুদক।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com