বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের কনটেন্ট নিষিদ্ধ করার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই রিটটি দায়ের করেন। রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, ‘রিপাবলিক বাংলা’ চ্যানেলটি স্যাটেলাইট, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা নিয়মিত মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।
অভিযোগে আরও বলা হয়, চ্যানেলটি চট্টগ্রাম বিভাগকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে। হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিতে গুজব , বাংলাদেশের বিরুদ্ধে মিডিয়া আগ্রাসন চালিয়ে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।
রিটকারী আইনজীবী জানান, এই বিষয়ে আইনি নোটিশ পাঠানো হলেও সরকার যথাযথ পদক্ষেপ না নেওয়ায় রিটটি দায়ের করতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার স্বার্থে এই টেলিভিশন চ্যানেলের কনটেন্ট নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি।
হাইকোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।