বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

চীনে স্কুলগেটে গাড়ি তুলে দেয়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা

চীনে স্কুলগেটে গাড়ি তুলে দেয়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চীনের হুনান প্রদেশের ডিংচেং জেলার ইয়ং’আন প্রাথমিক বিদ্যালয়ের গেটে শিক্ষার্থী এবং অভিভাবকদের ভিড়ের ওপর একটি গাড়ি উঠিয়ে দেয় এক চালক। এ ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে বিবিসি জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এখনও সঠিক হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, স্কুল ছুটির সময় শিক্ষার্থী এবং অভিভাবকদের ভিড়ের মধ্যে চালক ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে দেয়। দুর্ঘটনার পর উপস্থিত অভিভাবক এবং স্কুলের নিরাপত্তাকর্মীরা চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এটি চীনে এক সপ্তাহের মধ্যে এমন তৃতীয় দুর্ঘটনা। এর আগে, ১২ নভেম্বর দক্ষিণ চীনে একটি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত হন। একই সময়ে পূর্ব চীনের একটি স্কুলে ছুরিকাঘাতের ঘটনায় আটজন নিহত হয়েছিলেন।

এ ঘটনায় চীনের স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। তবে এ ধরনের ধারাবাহিক দুর্ঘটনা দেশটির নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com