বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন

নভেম্বরের ১৬ দিনে ১২৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

নভেম্বরের ১৬ দিনে ১২৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১২৫ কোটি ৫১ লাখ মার্কিন ডলার। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ ২৪০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসী আয়ে প্রায় ৩০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এর মধ্যে আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ডলার এবং অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে। এটি গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বাধার কারণে রেমিট্যান্স কমে ১৯১ কোটি ডলারে নেমে আসে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

নভেম্বরের প্রথম ১৬ দিনের রেমিট্যান্সের মধ্যে বিভিন্ন ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য:

রাষ্ট্রায়ত্ত ব্যাংক: ৪২ কোটি ডলার।
বিশেষায়িত ব্যাংক: ৮ কোটি ১৫ লাখ ডলার।
বেসরকারি ব্যাংক: ৭৫ কোটি ডলার।
বিদেশি ব্যাংক: ৩২ লাখ ২০ হাজার ডলার।
ডলারের দাম ও রেমিট্যান্স বৃদ্ধি
গত মে মাসে ডলারের দাম একলাফে ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করায় রেমিট্যান্স প্রবাহে গতি আসে। এর প্রভাব গত কয়েক মাসেও লক্ষণীয় ছিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com