বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

সশস্ত্র বাহিনী দিবস আজ, দিনভর যত আয়োজন

সশস্ত্র বাহিনী দিবস আজ, দিনভর যত আয়োজন

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি, স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাঁটিতে বিশেষ মোনাজাত, সংবর্ধনা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী কর্মসূচি:
সকালে ফজরের নামাজ শেষে দেশের কল্যাণ, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। তারা সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধান উপদেষ্টার সংবর্ধনা:
প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়।

বিকালের আয়োজন:
সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে প্রধান বিচারপতি, বিদেশি রাষ্ট্রদূত, বিশিষ্ট নাগরিক ও তিন বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

অন্যান্য আয়োজন:

ঢাকা, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন সেনানিবাস ও ঘাঁটিতে সংবর্ধনা অনুষ্ঠান।
নৌবাহিনীর বিশেষ সজ্জিত জাহাজগুলো বিভিন্ন ঘাঁটিতে সর্বসাধারণের জন্য প্রদর্শিত হবে।
সশস্ত্র বাহিনীর পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার।
জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ।
সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও ঐতিহ্য:
দিবসটি স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের বীরত্বগাথার স্মৃতিচারণে উদযাপন করা হয়। দেশের প্রতিরক্ষা ব্যবস্থার অগ্রগতি এবং জনগণের কল্যাণে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরাই দিবসটির মূল উদ্দেশ্য।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com