শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

এ আর রহমানের সঙ্গে প্রেমের গুঞ্জন: মোহিনী দে কে?

এ আর রহমানের সঙ্গে প্রেমের গুঞ্জন: মোহিনী দে কে?

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

সম্প্রতি অস্কারজয়ী সুরকার এ আর রহমানের ব্যক্তিগত জীবনের পরিবর্তন নিয়ে গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ২৮ বছর বয়সী বাঙালি বেজ গিটারিস্ট মোহিনী দে। রহমান এবং তার স্ত্রী সায়রা বানুর দীর্ঘ ২৮ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘোষণার পরপরই এই গুঞ্জন দানা বাঁধে। একই দিনে মোহিনীও তার বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন।

ভারতীয় মিডিয়া ও নেটিজেনদের একাংশ রহমান ও মোহিনীর বিচ্ছেদ ঘোষণাকে সংযুক্ত করে নানা রকম জল্পনা-কল্পনা করছেন। যদিও রহমানের সন্তানরা বিষয়টিকে “সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা” বলে উড়িয়ে দিয়েছেন। তারপরও গুঞ্জন থামছে না।

কলকাতা থেকে আসা মোহিনী দে জন্মেছেন এবং বেড়ে উঠেছেন মুম্বাইয়ে। তার বাবা সঞ্জয় দে একজন নামকরা গিটারিস্ট, যিনি তিন বছর বয়সেই মোহিনীকে গিটারের হাতে খড়ি দেন। ১০ বছর বয়স থেকেই পেশাদার কনসার্ট ও রেকর্ডিং শুরু করেন তিনি।

মাত্র দেড় দশকের ক্যারিয়ারে মোহিনী দে অর্জন করেছেন অসাধারণ খ্যাতি। তিনি এ আর রহমান, জাকির হুসেন, জর্জ ব্রুকসসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করেছেন। কোক স্টুডিও ইন্ডিয়া, দিল্লি ইন্টারন্যাশনাল জ্যাজ ফেস্টিভ্যালসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ মঞ্চে নিজের দক্ষতা প্রদর্শন করেছেন।

মোহিনী দে ফোর্বস ইন্ডিয়ার “থার্টি আন্ডার থার্টি” তালিকায় জায়গা পেয়েছেন। এমনকি তার প্রতিভার কাহিনি প্রকাশ পেয়েছে বিশ্বখ্যাত ম্যাগাজিন রোলিং স্টোন-এ।

রহমান ও মোহিনী দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে এখনো মুখ খুলতে চাননি। তবে মিডিয়ার অতিরিক্ত মনোযোগ ও জনসাধারণের কৌতূহল তাদের জীবনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রহমানের পরিবারের পক্ষ থেকে গুজব অস্বীকার করা হলেও, এই আলোচনায় তারকা জুটি ও মোহিনী দে নতুন করে আলোচনায় এসেছেন। সময়ই বলে দেবে, এই গুঞ্জনের পেছনে সত্যতা রয়েছে কি না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com