রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকরা

জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকরা

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে আজ (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকরা। এতে প্রেসক্লাবের সামনে উভয়পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারীরা একটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়ে গান-কবিতা পরিবেশন করছেন এবং দাবি তুলে ধরে বক্তব্য রাখছেন। তাদের দাবি, ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং রুট পারমিট দেওয়া।

অটোরিকশাচালকদের দাবি, তারা গরিব মানুষ এবং সংসার চালানোর একমাত্র উপায় এই রিকশা। হঠাৎ রিকশা বন্ধ হয়ে যাওয়ায় তারা অসহায় হয়ে পড়েছেন। তারা আশা করছেন সরকার দ্রুত রুট পারমিট দিয়ে তাদের সমস্যার সমাধান করবে।

পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com