রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শ্রমিকদের মধ্যে দশ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন: বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩), এবং আল-আমিন (২৪)।
শ্রমিকদের দেওয়া তথ্য অনুযায়ী, সকালে কারখানার ইউনিট ওয়ানে অ্যারোসল ও এয়ার ফ্রেশনার তৈরির কাজ চলছিল। এসময় হঠাৎ বিস্ফোরণের কারণে আগুন ধরে যায়, যা আশপাশের শ্রমিকদের পুড়িয়ে ফেলে।
কারখানার সিকিউরিটি ইনচার্জ মোর্শেদ আলম জানান, এয়ার ফ্রেশনারের বোতলে গ্যাস ভরার সময় এই দুর্ঘটনা ঘটে। কারখানার অগ্নিনির্বাপণ কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত করছে।