রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন

অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত রাষ্ট্রপক্ষের

অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত রাষ্ট্রপক্ষের

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানিয়েছেন, এ বিষয়ে আপিল বিভাগের কাছে আবেদন প্রক্রিয়া চলছে।

হাইকোর্টের আদেশে বলা হয়েছে, তিন দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে।
আদালতের আদেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার এবং ঢাকার দুই সিটি করপোরেশনকে।

গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. মাহমুদুর রাজীর বেঞ্চ থেকে এ আদেশ আসে।
প্যাডেলচালিত রিকশা মালিকদের পক্ষ থেকে করা রিটের শুনানিতে এই রুল জারি হয়।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম সিদ্দিকী।

আদেশের প্রতিবাদে ব্যাটারিচালিত রিকশাচালকরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করছেন, যা জনদুর্ভোগ সৃষ্টি করেছে।
নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্রপক্ষ পরিস্থিতির সমাধান খুঁজছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com