শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
দক্ষিণী সিনেমার বহুল প্রতীক্ষিত ছবি পুষ্পা ২ মুক্তির প্রস্তুতি চলছে, আর এরই মধ্যে ছবির তৃতীয় কিস্তি নিয়ে ইঙ্গিত দিলেন অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন তিনি, যেখানে পাঁচ বছরের পুষ্পা যাত্রার অনুভূতি ব্যক্ত করেছেন এবং জানান, তৃতীয় কিস্তি আসবে।
রাশ্মিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ নোট লিখে জানান, পুষ্পা প্রজেক্টের সাথে তার যাত্রা কেমন ছিল। তিনি আল্লু অর্জুন, সুকুমার এবং পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে তিনি তাদের সবাইকে খুব মিস করবেন।
অভিনেত্রী লিখেছেন, “২৫ নভেম্বর দিনটা আবেগে পরিপূর্ণ ছিল। কিভাবে এই দিনটা বর্ণনা করব, আমি এখনো তা বুঝতে পারছি না। তবে জানি, আমি সবসময় এই অভিজ্ঞতাগুলো মনে রাখব।”
এছাড়া রাশ্মিকা তার পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, “এখনো অনেক কিছু বাকি রয়েছে এবং তৃতীয় কিস্তি আসবে, তবে এটা অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে আসছে।” এর মাধ্যমে তিনি পুষ্পা ৩-এর কথা ইঙ্গিত করেছেন, যা সিনেমাপ্রেমীদের জন্য নতুন চমক হতে চলেছে।
আগামী ৫ ডিসেম্বর পুষ্পা ২ : দ্য রুল মুক্তি পেতে যাচ্ছে। এটি বিশ্বের ৩,০০০ লোকেশনে পাঁচটি ভাষায় মুক্তি পাবে, এবং সিনেমার ট্রেলার ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, পুষ্পা ২ ওপেনিং ডে-তেই কেজিএফ ২ এর ব্যবসার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করবে।