বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলামকে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতারের পর চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুনুর রশিদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
১৮ নভেম্বর রংপুর মহানগরীর আলমনগর এলাকা থেকে শরিফুল ইসলামকে গ্রেফতার করে পিবিআই। পরদিন ১৯ নভেম্বর তাকে রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।
পুলিশের গুলি করার আগে ও পরে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একত্রিত হয়ে হামলার নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে শরিফুল ইসলামের উপর। পিবিআইয়ের প্রতিবেদনে ১৪টি স্থিরচিত্র, একাধিক ভিডিও ফুটেজ এবং ২৯টি অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা, পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, জানান যে, শরিফুল ইসলামের ভূমিকা সম্পর্কে অভিযোগগুলো গভীরভাবে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দিকও বিবেচনায় রাখা হয়েছে।
আবু সাঈদ হত্যা মামলায় সাবেক প্রক্টর শরিফুল ইসলামের গ্রেফতার এবং বরখাস্তের ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গভীর আলোচনার জন্ম দিয়েছে। দায়িত্ব পালনের সময় তার ভূমিকা নিয়ে ওঠা প্রশ্ন ও প্রমাণগুলো মামলার ভবিষ্যৎ গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।