বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
আখেরি মোনাজাতে সমাপ্ত হলো ৫ দিনের জোড় ইজতেমা

আখেরি মোনাজাতে সমাপ্ত হলো ৫ দিনের জোড় ইজতেমা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে আখেরি মোনাজাতের মাধ্যমে। মুসলিম উম্মাহর সুখ-শান্তি, কল্যাণ ও ক্ষমা প্রার্থনার জন্য মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে মোনাজাত শুরু হয়ে ৯টা ২০ মিনিটে শেষ হয়। ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা মোনাজাত পরিচালনা করেন।

তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) এর আয়োজনে গত শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হয়। আখেরি মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

ফজরের নামাজের পর ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়তি ও দিকনির্দেশনা মূলক বয়ান দেন। বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল মতিন।
নসীহত মূলক বক্তব্য দেন মাওলানা ইব্রাহিম দেওলা, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের বাংলাদেশ।

আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি, কল্যাণ, ও ভ্রাতৃত্ববোধ কামনা করা হয়। মোনাজাত পরিচালনার সময় মুরব্বিরা তাবলীগের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) এর মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, আখেরি মোনাজাতের মাধ্যমে এই জোড় ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে। এবারের ইজতেমা সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে সবার মাঝে ছড়িয়ে পড়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com