বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নেই – কায়সার কামাল

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নেই – কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেছেন, দলের নাম ভাঙিয়ে কেউ যদি সন্ত্রাস,চাঁদাবাজি বা সমাজের ন্যায় বিরোধী কাজ করেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। তিনি বা তারা যেই হোক না কেন তার বা তাদের কোন ছাড় নেই এমন ঘোষণা দিয়েছেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান । ইতোমধ্যে অনেককেই দল থেকে বহিস্কারসহ নানা শাস্তি দেয়া হয়েছে।

রবিবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র –জনতা অভ্যুত্থানে নেত্রকোণার  দুর্গাপুরের শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি এই সভার আয়োজন করে।

বৈষম্যবিরোধী ছাত্র –জনতা  অভ্যুত্থানে শহীদদের আত্মার  মাগফেরাত কামনা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল বলেন,  কর্তৃত্ববাদী আওয়ামীলীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের রাজনীতি ও অর্থনীতির মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে।

বৈষম্যবিহীন দুর্গাপুরে পরিণত করা এবং  চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দুর্গাপুরকে হিন্দু, মুসলিম, হাজং, গারো, খ্রিস্টানসহ সকলের বাসযোগ্য করে গড়ে তুলবো। রাজনীতি মানে শুধু রাস্তায় স্লোগান দেয়া নয়, রাজনীতি হচ্ছে, জনগনের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। রাজনীতি করে কতুটুকু পেয়েছেন তার হিসাব না করে কতটুকু দিতে পারছেন, দিতে পারবেন সেজন্য প্রস্তুতি নেয়ার তাগিদ দেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমাম হাসান আবুচান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, রাসেল মিয়া, রেদোয়ান আহমেদ, তাজনীন জাহান পুন্য ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুর্গাপুর উপজেলা থেকে  শহীদ মাসুম বিল্লাহ, ওমর ফারুক, জাকির হোসেন ও সাইফুল ইসলামের  পরিবারকে কায়সার কামাল তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

 

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com