রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের নতুন গান ‘চাকা’ মোহনগঞ্জে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে: মাওলানা এনামুল হক নেত্রকোণায় কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, মানববন্ধনে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ : নিহত ২ মোহনগঞ্জ হাসপাতালের বদলীকৃত দুই ডাক্তার কোয়ার্টারের ভাড়া না দিয়ে দীর্ঘদিন বসবাস মাজার জিয়ারতের মধ্য দিয়ে নেত্রকোণা বিএনপির নতুন কমিটির কার্যক্রম শুরু নেত্রকোণায় ১১ বছর পর জেলা বিএনপির সম্মেলন, সভাপতি আনোয়ারুল-সম্পাদক রফিকুল দীর্ঘ ১১ বছর পর নেত্রকোণা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন নেত্রকোণায় পৌর বিএনপি নেতা মুঘল আজম ৯ দিনেও গ্রেপ্তার হয়নি
তৃতীয় বিয়ে করছেন রাখি, পাত্র কি পাকিস্তানি

তৃতীয় বিয়ে করছেন রাখি, পাত্র কি পাকিস্তানি

তৃতীয় বিয়ে করছেন রাখি, পাত্র কি পাকিস্তানি

বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিভিন্ন বিষয় কেন্দ্র করে সমালোচনায় থাকে ভারতীয় অভিনেত্রী ভিনেত্রী রাখি সাওয়ান্ত। এই অভিনেত্রীকে নিয়ে বিতর্ক চলতেই থাকে। ফের নতুন বিতর্ক তাকে নিয়ে। ফের বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী আর সেটা নিয়েই শুরু হয়েছে এই আলোচনা। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় ভারতের সীমানা ছাড়িয়ে এবার পাকিস্তানে বিয়ে করেছেন এই বিতর্কিত অভিনেত্রী।
এর আগে দুবার বিয়ে করেছেন রাখি। দ্বিতীয় বিয়ের সময় ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এই অভিনেত্রী। তবে গত দুবারের মতো নাকি আর ভুল করবেন না, বদ্ধপরিকর তিনি। এবার বিয়ে করছেন সীমান্তপারের পাত্রকে। রাখির হবু স্বামী পাকিস্তানি। গত দুবারই রাখির বিয়ে নিয়ে বেশ জলঘোলা হয়। প্রথমবার রিয়্যালিটি শোয়ের মঞ্চে স্বামীকে প্রকাশ্যে নিয়ে আসেন। তারপর সেই বিয়ে নিয়ে নানা গল্পকথা তুলে ধরেন রাখি। অল্প দিনের মধ্যে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। দ্বিতীয়বার উঠতি এক অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেন। তারপর আবারও থানা পুলিশ-সহ নানা ঝামেলায় জড়িয়ে গিয়েছিলেন রাখি।

আর কোনো বিড়ম্বনা চান না। তাই এবার পুলিশে কর্মরত পাত্রকে বেছে নিয়েছেন। পাত্রের নাম দোদি খান। ইনি একজন পুলিশ সেই সঙ্গে অভিনয়ও করেন। পাকিস্তানে গিয়ে নাকি অনেক বিয়ের প্রস্তাব পান রাখি। সেখান থেকেই বেছে নেন দোদিকে।রাখির কথায়, ভারত ও পাকিস্তান একে অপরকে ছাড়া চলতে পারে না। আমি পাকিস্তানিদের ভালোবাসি।

রাখি জানান, বিয়ে হবে পাকিস্তানে, ইসলাম ধর্মের নিয়ম অনুসারে। তবে বিয়ের প্রীতিভোজ হবে ভারতে। মধুচন্দ্রিমায় যাবেন নেদারল্যান্ডে। আর বিয়ের পর তারা থাকবেন দুবাইয়ে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com