শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ (নেত্রকোণা):
নেত্রকোণার মোহনগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব টিপু সুলতানের সহধর্মিণী নার্গিস আক্তার (৪৭) নিহত হয়েছেন। এ ঘটনায় টিপু সুলতান (৫৭) ও তার মা রাবিয়া বেগম (৮০) গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহের চিকিৎসা শেষে প্রাইভেটকারযোগে মোহনগঞ্জে ফেরার পথে বেলতলী এলাকায় প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। এতে প্রাইভেটকারে থাকা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহের স্বদেশ প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৭টার দিকে নার্গিস আক্তার মারা যান। আহত টিপু সুলতান মঙ্গলবার সকালে সহধর্মিণীর লাশ নিয়ে মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া বাসায় ফেরেন। রাবিয়া বেগম এখনও ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত নার্গিস আক্তারের প্রথম জানাজা মঙ্গলবার দুপুর ২টায় মাইলোড়া হাজী দুদু মিয়ার চাউলের মিল প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা বিকেল ৫টায় নিজ বাড়ি বড়কাশিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে টিপু সুলতানের মায়ের চক্ষু অপারেশন সম্পন্ন হয়েছিল ময়মনসিংহ চক্ষু হাসপাতালে। সেই চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময়ই এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত টিপু সুলতান বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে পরিবার জানিয়েছে।