বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনাম :
নেত্রকোণার পাঁচটি আসনে বিএনপির মনোনিত প্রার্থী যারা নেত্রকোণায় ‘গিভিং টিউসডে বাংলাদেশ মুভমেন্ট’ বিষয়ক সভা অনুষ্ঠিত মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা টিপু সুলতানের স্ত্রী নিহত, আহত ২ মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের নতুন গান ‘চাকা’ মোহনগঞ্জে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে: মাওলানা এনামুল হক নেত্রকোণায় কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, মানববন্ধনে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ : নিহত ২ মোহনগঞ্জ হাসপাতালের বদলীকৃত দুই ডাক্তার কোয়ার্টারের ভাড়া না দিয়ে দীর্ঘদিন বসবাস মাজার জিয়ারতের মধ্য দিয়ে নেত্রকোণা বিএনপির নতুন কমিটির কার্যক্রম শুরু
নেত্রকোণায় ‘গিভিং টিউসডে বাংলাদেশ মুভমেন্ট’ বিষয়ক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় ‘গিভিং টিউসডে বাংলাদেশ মুভমেন্ট’ বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণার আলো ডটকম:

‘গিভিং টিউসডে বাংলাদেশ মুভমেন্ট’ সমাজে উদারতা, সহযোগিতা ও পারস্পরিক সহানুভূতির সংস্কৃতি ছড়িয়ে দিতে নেত্রকোণা লার্নিং এন্ড শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিকেলে জেলা শহরের কাটলী এলাকায় সেরা টেকনিক্যাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে গিভিং টিউসডে বাংলাদেশ, ওডির (ODIR) ও বেরি (BEERI) সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে সেরা (SERAA)।

সেরার নির্বাহী পরিচালক এস. এম. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন গিভিং টিউসডের বাংলাদেশ প্রতিনিধি শাকিল আজাদ মনন।
এসময় শাকিল আজাদ মনন বলেন, ‘গিভিং টিউসডে বাংলাদেশ মুভমেন্ট’ সমাজে উদারতা, সহযোগিতা ও পারস্পরিক সহানুভূতির সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে। তারা বিশ্বাস প্রকাশ করেন, এই আন্দোলন তরুণ প্রজন্মকে মানবিক কাজের প্রতি উদ্বুদ্ধ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা সৃষ্টি করবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সেরার প্রোগ্রাম ডিরেক্টর আলী উসমান, এডাব নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক এ. কে. এম. জামি, সেরা ইয়ুথ ফোরামের আহ্বায়ক সাইফুর রহমান নির্জর, যুগ্ম আহ্বায়ক হেপী সরকার, সদস্য সচিব আচঁল ভৌমিক সহ বিভিন্ন এনজিও এর প্রতিনধি ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com