শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা জেলার সংসদীয় পাঁচটি আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের নাম ঘোষণার পর সারা জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ মনোনিত প্রার্থীদের পক্ষে মিছিল করেন।
দলীয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষনায় সোমবার সন্ধ্যায় জেলা সদর থেকে শুরু করে সবকটি আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে পৃথক পৃথক মিছিল হয়েছে।
বিএনপির গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে বিএনপির মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
জেলার পাঁচটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোানিত প্রার্থীরা হলেন- নেত্রকোনা-১, কলমাকান্দা-দূর্গাপুর আসনে ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, নেত্রকোনা-৩, কেন্দুয়া-আটপাড়া আসনে রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪, মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনে লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনা-৫, পূর্বধলা আসনে আবু তাহের তালুকদার।
