রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ লাভ করেছেন নেত্রকোণার তাহমিদা। তিনি জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে এ সম্মাননায় ভূষিত হন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা শহরের নেত্রকোনা পাবলিক হলে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে সদর উপজেলার ইউএনও, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী নেত্রী, বিভিন্ন সংগঠনের সদস্য এবং নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নেত্রকোণা সদর উপজেলার ইসলামপুর এলাকার অদম্য সংগ্রামী নারী তাহমিদার ‘স্বপ্নবুনন সেলাই শিখন কেন্দ্র’ আজ শত শত নারীর স্বাবলম্বী হওয়ার নির্ভরতার আশ্রয়স্থল হিসেবে পরিচিত। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে তিনি আজ সমাজ পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
নারী ক্ষমতায়নের পাশাপাশি তাহমিদা সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ, ইভটিজিং ও মাদক নির্মূলে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।
বর্তমানে তাহমিদা যুব উন্নয়ন অধিদপ্তরের অস্থায়ী প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
তার এই সাফল্য ও স্বীকৃতি নারীর অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।