শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
এখনো নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, “আমাদের ৫ দফা দাবির মধ্যে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু আমরা লক্ষ্য করছি—সাধারণ মানুষকে জামায়াতকে ভোট না দিতে হুমকি দেওয়া হচ্ছে। কেউ ভোট দিলে নির্বাচন শেষে ‘দেখে নেওয়া হবে’ এমন কথাও বলা হচ্ছে।”
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর জনগণ আর কোনো হিংসাত্মক রাজনীতি দেখতে চায় না। জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা যথাযথ সম্মান ও মর্যাদা পাবেন বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে নেত্রকোণায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রার্থীদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ।
মতিউর রহমান আকন্দ সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আমাদের ৫ দফা দাবিতে একমত হয়ে ৮টি ইসলামি দল একত্রিত হয়েছে। আসন সমঝোতার ভিত্তিতে এ ৮ দল নির্বাচন করবে, ইনশাআল্লাহ।”
পরে তিনি নেত্রকোণার পাঁচটি আসনে জামায়াতের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। প্রার্থীরা হলেন—
নেত্রকোণা-১ মাওলানা আবুল হাসেম, নেত্রকোণা-২:অধ্যাপক মাওলানা এনামুল হক, নেত্রকোণা-৩: অধ্যাপক খায়রুল কবির নিয়োগী, নেত্রকোণা-৪: আল হেলাল তালুকদার, নেত্রকোণা-৫: অধ্যাপক মাছুম মোস্তফা।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল আমীনসহ অন্যরা।