রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত নেত্রকোণায় ‘ফ্রেন্ডস ক্লাব-৯৯ বাংলা’-এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ পেলেন তাহমিদা নেত্রকোণায় উদীচী ট্র্যাজেডি দিবস পালিত নেত্রকোণায় ‘শিক্ষার প্রধান সমস্যা চিহ্নিতকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোণা-২ আসনে এনসিপর  মনোনয়ন প্রত্যাশী জুলাই বিপ্লবের  সৈনিক আকাশ অভি লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি : মতিউর রহমান আকন্দ মোহনগঞ্জ হাসপাতালে নার্সের টাকা নেওয়ার অভিযোগ মোহনগঞ্জকে মাদক ও জুয়া মুক্ত করার অঙ্গীকার বাবরের নেত্রকোণার পাঁচটি আসনে বিএনপির মনোনিত প্রার্থী যারা
লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি : মতিউর রহমান আকন্দ

লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি : মতিউর রহমান আকন্দ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
এখনো নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, “আমাদের ৫ দফা দাবির মধ্যে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু আমরা লক্ষ্য করছি—সাধারণ মানুষকে জামায়াতকে ভোট না দিতে হুমকি দেওয়া হচ্ছে। কেউ ভোট দিলে নির্বাচন শেষে ‘দেখে নেওয়া হবে’ এমন কথাও বলা হচ্ছে।”

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর জনগণ আর কোনো হিংসাত্মক রাজনীতি দেখতে চায় না। জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা যথাযথ সম্মান ও মর্যাদা পাবেন বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে নেত্রকোণায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রার্থীদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ।

মতিউর রহমান আকন্দ সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আমাদের ৫ দফা দাবিতে একমত হয়ে ৮টি ইসলামি দল একত্রিত হয়েছে। আসন সমঝোতার ভিত্তিতে এ ৮ দল নির্বাচন করবে, ইনশাআল্লাহ।”

পরে তিনি নেত্রকোণার পাঁচটি আসনে জামায়াতের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। প্রার্থীরা হলেন—

নেত্রকোণা-১  মাওলানা আবুল হাসেম, নেত্রকোণা-২:অধ্যাপক মাওলানা এনামুল হক, নেত্রকোণা-৩: অধ্যাপক খায়রুল কবির নিয়োগী, নেত্রকোণা-৪: আল হেলাল তালুকদার, নেত্রকোণা-৫: অধ্যাপক মাছুম মোস্তফা।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল আমীনসহ অন্যরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com