সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত নেত্রকোণায় ‘ফ্রেন্ডস ক্লাব-৯৯ বাংলা’-এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ পেলেন তাহমিদা নেত্রকোণায় উদীচী ট্র্যাজেডি দিবস পালিত নেত্রকোণায় ‘শিক্ষার প্রধান সমস্যা চিহ্নিতকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোণা-২ আসনে এনসিপর  মনোনয়ন প্রত্যাশী জুলাই বিপ্লবের  সৈনিক আকাশ অভি লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি : মতিউর রহমান আকন্দ মোহনগঞ্জ হাসপাতালে নার্সের টাকা নেওয়ার অভিযোগ মোহনগঞ্জকে মাদক ও জুয়া মুক্ত করার অঙ্গীকার বাবরের নেত্রকোণার পাঁচটি আসনে বিএনপির মনোনিত প্রার্থী যারা
নেত্রকোণা-২ আসনে এনসিপর  মনোনয়ন প্রত্যাশী জুলাই বিপ্লবের  সৈনিক আকাশ অভি

নেত্রকোণা-২ আসনে এনসিপর  মনোনয়ন প্রত্যাশী জুলাই বিপ্লবের  সৈনিক আকাশ অভি

নিজস্ব প্রদিবেদক, নেত্রকোণার আলো:
আসন্ন জাতীয় নির্বাচনে নেত্রকোণা-২ (সদর ও বারহাট্টা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন তরুণ ছাত্রনেতা ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মো. আকাশ মিয়া (আকাশ অভি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই তরুণ নেতা বর্তমানে ‘নতুন বাংলাদেশ’গড়ার লক্ষ্যে এনসিপি-এর পতাকাতলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নেত্রকোণা সদর উপজেলার চকপাড়ার একালাকার সন্তান আকাশ অভি বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী একজন উদীয়মান রাজনীতিবিদ ও ব্যবসায়ী । তিনি চব্বিশের গণঅভ্যুত্থানে অসামান্য অবদান রেখেছেন। তিনি ‘দ্য রেড জুলাই’ (The Red July)-এর ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক এবং ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ (Warriors Of July)-এর নেত্রকোণা জেলার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন । এছাড়াও ময়মনসিংহ মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে ছাত্রদের অধিকার আদায়ে তিনি ছিলেন সোচ্চার ।
আন্দোলন চলাকালে তিনি নিজে আহত হন এবং আলোচিত সাগর হত্যা মামলার প্রত্যক্ষ সাক্ষী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা তার সাহসিকতার পরিচয় বহন করে । অতীতে তিনি ছাত্রদলের রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন ।
জাতীয় নাগরিক পার্টিতে (NCP) যুক্ত হওয়ার বিষয়ে আকাশ অভি জানান, তিনি এই দলটিকে স্বচ্ছতা, ন্যায়ভিত্তিক নেতৃত্ব ও গণতান্ত্রিক সমাজ গঠনের একটি কার্যকর প্ল্যাটফর্ম মনে করেন ।
মনোনয়ন প্রত্যাশী আকাশ অভি নিজের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন,“আমি বিশ্বাস করি গণতন্ত্র, মানবিকতা ও ন্যায়বিচার—এই তিনটি ভিত্তির ওপরই একটি সুস্থ রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। চব্বিশের আন্দোলনে আমরা যে রক্ত দিয়েছি, তা একটি শোষণমুক্ত ও স্বচ্ছ বাংলাদেশ গড়ার জন্য। আমি এনসিপির মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয়, বরং জবাবদিহিতা ও নৈতিক দৃঢ়তা। নেত্রকোণা-২ আসনের মানুষের অধিকার আদায়ে এবং তরুণদের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আমি আমার সর্বোচ্চ শ্রম ও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং তরুণ নেতৃত্ব তৈরির মাধ্যমে তিনি এনসিপি-কে একটি গণমুখী ও কার্যকর রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চান ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com