শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম :
লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি : মতিউর রহমান আকন্দ মোহনগঞ্জ হাসপাতালে নার্সের টাকা নেওয়ার অভিযোগ মোহনগঞ্জকে মাদক ও জুয়া মুক্ত করার অঙ্গীকার বাবরের নেত্রকোণার পাঁচটি আসনে বিএনপির মনোনিত প্রার্থী যারা নেত্রকোণায় ‘গিভিং টিউসডে বাংলাদেশ মুভমেন্ট’ বিষয়ক সভা অনুষ্ঠিত মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা টিপু সুলতানের স্ত্রী নিহত, আহত ২ মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের নতুন গান ‘চাকা’ মোহনগঞ্জে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে: মাওলানা এনামুল হক নেত্রকোণায় কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, মানববন্ধনে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি
মোহনগঞ্জকে মাদক ও জুয়া মুক্ত করার অঙ্গীকার বাবরের

মোহনগঞ্জকে মাদক ও জুয়া মুক্ত করার অঙ্গীকার বাবরের

আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ (নেত্রকোণা):
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, “আল্লাহ আমাকে সুস্থ রাখলে এবং আপনাদের দোয়ায় এমপি নির্বাচিত হলে এই অঞ্চলে মাদক ও জুয়ার সমস্ত বিস্তার বন্ধ করে দেব। অনেক পরিবার এ দুই ব্যাধিতে ধ্বংস হয়ে যাচ্ছে—এটা আর হতে দেওয়া যায় না।”
শুক্রবার (২১ নভেম্বর) রাতে মোহনগঞ্জ পৌরসভা মুক্তমঞ্চে পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
বাবর বলেন, “আমার রাজনৈতিক লক্ষ্য হলো এলাকার সামগ্রিক উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে খারাপ কাজ থেকে দূরে রাখা। ১৭ বছর কারাভোগের পর ইমানি শক্তি আমাকে আপনাদের সামনে ফিরিয়ে এনেছে। দলের মনোনয়ন পেয়েছি জনগণের সেবা করার জন্য।”
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে আরও বলেন, “কাবিখার পেছনে না দৌঁড়ে বৈদেশিক কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন—মো. আব্দুল মান্নান তালুকদার, আব্দুল্লাহ আল মামুন খান রনি, মো. সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, এমরান খান চৌধুরীসহ অন্যরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com