শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ (নেত্রকোণা):
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, “আল্লাহ আমাকে সুস্থ রাখলে এবং আপনাদের দোয়ায় এমপি নির্বাচিত হলে এই অঞ্চলে মাদক ও জুয়ার সমস্ত বিস্তার বন্ধ করে দেব। অনেক পরিবার এ দুই ব্যাধিতে ধ্বংস হয়ে যাচ্ছে—এটা আর হতে দেওয়া যায় না।”
শুক্রবার (২১ নভেম্বর) রাতে মোহনগঞ্জ পৌরসভা মুক্তমঞ্চে পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
বাবর বলেন, “আমার রাজনৈতিক লক্ষ্য হলো এলাকার সামগ্রিক উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে খারাপ কাজ থেকে দূরে রাখা। ১৭ বছর কারাভোগের পর ইমানি শক্তি আমাকে আপনাদের সামনে ফিরিয়ে এনেছে। দলের মনোনয়ন পেয়েছি জনগণের সেবা করার জন্য।”
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে আরও বলেন, “কাবিখার পেছনে না দৌঁড়ে বৈদেশিক কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন—মো. আব্দুল মান্নান তালুকদার, আব্দুল্লাহ আল মামুন খান রনি, মো. সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, এমরান খান চৌধুরীসহ অন্যরা।