বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কাউন্সিল আজ ২৩ সেপ্টেম্বর বাদ জুহর থানা মসজিদে অনুষ্ঠিত হয়।
মাওলানা সানোয়ার আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুফতি তাহের কাসেমী (হাফিযাহুল্লাহ), সহসভাপতি হা: আবুল কাশেম, মাওলানা কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক- মাওলানা মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, যুববিষয়ক সম্পাদক- মাওলানা মুফাজ্জল হোসেন, অফিস সম্পাদক হা: আব্দুস সালাম, আটপাড়া উপজেলা জমিয়তের সভাপতি মুফতি জহিরুল ইসলাম, দুর্গাপুর উপজেলা জমিয়তের সেক্রেটারি মুফতি এনায়েতুল্লাহ খান, জেলা যুব জমিয়তের সেক্রেটারি হা: মাওলানা ইব্রাহিম খলিল, মোহনগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জিহাদুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা সোহরাব হুসেনকে সভাপতি,মুফতি খুরশেদ আলমকে সি: সহসভাপতি, মুফতি মোফাজ্জল হোসাইনকে সাধারণ সম্পাদক, সাদ্দাম হোসাইনকে সাংগঠনিক সম্পাদক এবং সানোয়ার আহমদকে ছাত্র বিষয়ক সম্পাদক
করে ৪১ সদস্য বিশিষ্ট কলমাকান্দা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের কমিটি ঘোষণা করেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী।
পরে আসন্ন ৫ অক্টোবর নেত্রকোণা জেলা জমিয়তের শায়খুল হিন্দ কনফারেন্স সফলের আহবান জানানো হয়।