বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
মুক্তাগাছা সংবাদদাতা, নেত্রকোণার আলো ডটকম:
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র ও একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন সরকারকে গ্রেফতার করেছে র্যাব-১৪। র্যাবের আভিযানিক দল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার রাতে ময়মনসিংহ র্যাব অফিসের প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব অফিস সূত্রে জানা যায়, মেয়র থাকাকালীন বিল্লাল হোসেনের বিরুদ্ধে দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, ঘুষ গ্রহণসহ নানা অভিযোগে ৮টি মামলা দায়ের করা হয়েছিল। মামলার বোঝা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, বিল্লাল হোসেন সরকার প্রথমে যুবলীগে সক্রিয় ছিলেন এবং ২০০৫ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে দলীয় নৌকা প্রতীক নিয়ে ২০২১ সালের ১৬ জানুয়ারি মুক্তাগাছা পৌরসভার মেয়র নির্বাচিত হন।