বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

খালিয়াজুরীতে বজ্রপাতে জেলের মৃত্যু, দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

খালিয়াজুরীতে বজ্রপাতে জেলের মৃত্যু, দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

খালিয়াজুরী উপজেলার ইয়ারাবাজ হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন।

নিহত ব্যক্তির নাম তানবীর মিয়া (১৯), তিনি খালিয়াজুরী উপজেলার গছিখাই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানবীরসহ তিনজন রাতে ইয়ারাবাজ হাওরে মাছ ধরতে যান। রাত দেড়টার দিকে ঝড়-বৃষ্টিবিহীন আবহাওয়ায় আকস্মিকভাবে প্রচণ্ড বজ্রপাত হয়, যার ফলে তানবীরসহ তিনজন গুরুতর আহত হন।

পাশের নৌকার জেলেরা তাদের উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তানবীরকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনের অবস্থা আশঙ্কাজনক, এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহালম মিয়া (অ. দা.) নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com