শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ক্রিস্টিয়ানো রোনালদো ও বের্নার্দো সিলভার গোলে উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানের দারুণ জয় পেয়েছে পর্তুগাল। যেখানে সিলভা সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রোনালদো। দেশের হয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন এই মহাতারকা। এরপর পিওতর জেলেনস্কির গোলে স্বাগতিকরা নাটকীয়তার সম্ভাবনা জাগলেও, শেষ দিকে তাদের আত্মঘাতী গোলে তা আর হয়নি।
শনিবার পোল্যান্ডের ওয়ারশতে ২৬তম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ভীষণ খারাপ সময়ের মধ্য দিয়ে চলা ব্রুনো ফের্নান্দেসের হেড পাস পেয়ে, বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন ম্যানচেস্টার সিটির সিলভা।
এরপর ৩৭তম মিনিটে দলকে ফের উল্লাসে ভাসান রোনালদো। গোলটির পেছনে বড় কৃতিত্ব আছে রাফায়েল লেয়াওয়ের। মাঝমাঠে একজনের চ্যালেঞ্জ সামলে বল নিয়ন্ত্রণে নিয়ে, আরেক জনকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শট নেন এসি মিলান ফরোয়ার্ড। বল পোস্টে লেগে চলে যায় রোনালদোর পায়ে, প্রথম ছোঁয়ায় নিচু শটে লক্ষ্যভেদ করেন আল নাস্র তারকা।
রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১৩৩টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলে তার মোট গোল এখন ৯০৬টি।
বিরতির পর পোল্যান্ড ৭৮তম মিনিটে ব্যবধান কমিয়ে পয়েন্ট পাওয়ার আশা জাগায়। বক্সে বল ধরে কোনাকুনি শটে গোলটি করেন ইন্টার মিলান মিডফিল্ডার পিওতর জেলিনস্কি। তবে ৮৮তম মিনিটে তাদের সব আশা শেষ হয়ে যায় নিজেদেরই ভুলে। গোলমুখে প্রতিপক্ষের পায়ে বল যাওয়া আটকাতে নিজেদের জালেই ঠেলে দেন ডিফেন্ডার ইয়ান বেদনারেক।
টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। ক্রোয়েশিয়া ৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তৃতীয় স্থানে পোল্যান্ডের পয়েন্ট ৩। স্কটল্যান্ড এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।