বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

এইচএসসি ফল বাতিলের দাবিতে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও শিক্ষার্থীদের

এইচএসসি ফল বাতিলের দাবিতে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন করে মূল্যায়নের দাবিতে ঢাকার শিক্ষাবোর্ড ঘেরাও করেছে একদল শিক্ষার্থী। রোববার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বকশিবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের মূল ফটক আটকে তারা এই কর্মসূচি পালন করছেন।

দুপুর সাড়ে ১২টায় কয়েকশ শিক্ষার্থী বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং পরে পৌনে ২টার দিকে ফটকের তালা ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বাতিল করা ৬টি পরীক্ষার ফলাফল ম্যাপিং করার পদ্ধতিতে বৈষম্য তৈরি হয়েছে। বিশেষ করে, সিলেট মাদ্রাসা বোর্ডের ৩টি পরীক্ষার ফলাফল ম্যাপিং করে ভালো রেজাল্ট হয়েছে, অথচ তারা ভালো পরীক্ষা দিয়েও ফেল করেছেন। এই বৈষম্যের প্রতিবাদে তাদের আন্দোলন চলছে।

চট্টগ্রাম থেকে আসা শিক্ষার্থী শাফিন মাহমুদ বলেন, “এবারের ফলাফল চরম বৈষম্যমূলক। যেসব বোর্ডে বেশি পরীক্ষা হয়েছে, সেই শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ কম পরীক্ষা দেওয়া বোর্ডের রেজাল্ট ভালো হয়েছে। আমরা এই বৈষম্য মানি না। অবিলম্বে ফলাফল বাতিল করে নতুন পদ্ধতিতে প্রকাশ করতে হবে।”

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, “একদল শিক্ষার্থী ফলাফল বাতিলের দাবিতে আন্দোলন করছে, বিষয়টি আমরা জানি। তাদের সঙ্গে আলোচনা চলছে, আশা করি একটা সমাধান হবে।”

পুলিশ পরিদর্শক রেজাউল জানান, “শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার কোনো নির্দেশনা নেই। আমরা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং তিনি বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছেন।”

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com