মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে। এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে এবং এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে (২০২৩ সালে প্রণীত) অনুষ্ঠিত হবে।

রোববার শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এই তথ্য জানান। বড় কোনো পরিবর্তন না হলে এই পরিকল্পনানুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করছে সরকার।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার জানান, মার্চে রমজান মাস চলবে এবং ৩১ মার্চ বা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। এজন্য রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো ঈদুল আজহার পর শুরু করার পরিকল্পনা রয়েছে। আগামী বছর ৭ জুন ঈদুল আজহা হওয়ায় জুনের শেষ দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com