শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন

বেরোবিতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা: উপাচার্য

বেরোবিতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা: উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আরো ডটকম:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটায় ১০৮তম সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট বাণিজ্যসহ সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ থাকবে। কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না, কেউ এ নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় গেজেট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আবু সাঈদ হত্যাকাণ্ডের প্রসঙ্গে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঘটনায় জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং কর্মস্থলে অনুপস্থিত শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক, সাতজন কর্মকর্তা-কর্মচারী এবং ৭২ জন শিক্ষার্থী অভিযুক্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপাচার্য জানান।

উল্লেখ্য, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com