বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

নেত্রকোণায় শেখ হাসিনার পদত্যাগে গরু জবাই করে ভূরিভোজ 

নেত্রকোণায় শেখ হাসিনার পদত্যাগে গরু জবাই করে ভূরিভোজ 

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার দুর্গাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনন্দে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে ভূরিভোজ করালেন আইনুল হক নামের বিএনপির এক সমর্থক।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করেন তিনি। এই আয়োজনে উপজেলার প্রায় এক হাজার নেতা-কর্মী ও এলাকাবাসীদের আমন্ত্রণ জানান তিনি।

আয়োজক  আইনুল হক ওই ইউনিয়নের কৃষ্ণেরচর এলাকার বাসিন্দা। আইনুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আট দফা ঘোষণার সময় মানত করেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করলে দুর্গাপুরের সকল বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে খাওয়াবেন। তাই এবার প্রায় দুই লাখ টাকা খরচ গরুর মাংসে বিরিয়ানি করে ভূরিভোজের এই আয়োজন করেন তিনি।

আইনুল হক  জানান, আল্লাহর কাছে মানত করছিলেন, যে শেখ হাসিনার পদত্যাগ করলে তিনি স্থানীয় সকল বিএনপির কর্মী-সমর্থকসহএলাকার-বাসীকে গরু জবাই করে খাওয়াবেন। এটা পূরন করতে  পেরে তিনি খুশি। এদিকে তার আয়োজনে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীরা সহযোগিতায় ছিলেন। জুমার নামাজের পরপরই খাওয়া-দাওয়া শুরু হয়। বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আইনুলের আমন্ত্রণে সেখানে যান। ভোজে অংশ নেন স্থানীয়বিএনপি কর্মী এনামুল হক।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের দু:শাসনে ১৫ বছর ধরে মানুষঅতীষ্ঠ হয়ে পড়েছিল।মানুষ এখন সেই দু:শাসন থেকে মুক্ত।মুক্তির আনন্দে এই গণভোজের আয়োজনেঅংশ নিয়ে ভাল লাগছে। এখানে যত মানুষ এসেছেন সবারই মনে শান্তি ফিরে এসেছে। এসব দেখেভাল লাগছে।

দুর্গাপুর উপজেলাবিএনপির সাবেক সভাপতি  ইমান হাসান আবু চানবলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় আইনুল মানত করেছিল শেখ হাসিনা সরকারের পতন হলে এলাকারসকল নেতা-কর্মীদের গরু জবাই করে খাওয়াবেন। আজ এখানে উৎসবে পরিণত হয়েছে। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তির জন্যে দোয়া করা হয়েছে।

দুর্গাপুর উপজেলাবিএনপির আহবায়ক জহিরুল আলম ভুইয়া বলেন, আইনুল বিএনপির একজন সমর্থক। গত ৫ আগষ্টে যেদ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি তাতে সে আনন্দিত হয়ে স্ব ইচ্ছায়,স্ব উদ্যোগে আমাদেরকে আমন্ত্রণ করেছে, আপ্যায়ন করেছে। আমরাও তাতে খুশি। এটা আসলে দু:শাসন থেকে মুক্তির বহিপ্রকাশ।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com