বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

মেটার লামা ব্যবহার করে সামরিক AI মডেল তৈরি করেছে চীনের গবেষকরা 

মেটার লামা ব্যবহার করে সামরিক AI মডেল তৈরি করেছে চীনের গবেষকরা 

নেত্রকোণার আলোডেটকম ডেস্ক:

চীনের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলি, যারা পিপলস লিবারেশন আর্মির (PLA) সাথে যুক্ত, মেটার উন্মুক্ত Llama Llama (Large Language Model Meta AI)  মডেল ব্যবহার করে সামরিক কাজে ব্যবহৃত AI মডেল তৈরি করেছে। এটি “ChatBIT” নামে পরিচিত, যা তথ্য সংগ্রহ এবং সামরিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে বলে গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে।

ChatBIT একটি সামরিক সংলাপ ও প্রশ্নোত্তর ভিত্তিক মডেল হিসাবে উন্নত করা হয়েছে। এটি অন্যান্য কিছু AI মডেলকে ছাড়িয়ে গেছে বলে গবেষণায় উল্লেখ আছে, যদিও এটি ChatGPT-4 এর ক্ষমতার তুলনায় প্রায় ৯০ শতাংশ সক্ষম।

মেটার প্রকাশিত AI মডেলগুলির শর্তাবলীতে সামরিক, গোয়েন্দা, ও অন্যান্য যুদ্ধসংক্রান্ত কার্যকলাপে ব্যবহার নিষিদ্ধ। তবে মেটার উন্মুক্ত মডেলগুলি সহজলভ্য হওয়ায় এই নিষেধাজ্ঞাগুলি কার্যকর করা চ্যালেঞ্জিং।

মেটার এক মুখপাত্র জানান, PLA কর্তৃক মডেলটি ব্যবহার করা নিষিদ্ধ এবং তাদের গ্রহণযোগ্য ব্যবহারের নীতির বিপরীতে। এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগ AI প্রতিযোগিতায় চীনের ক্ষমতা পর্যবেক্ষণ করছে।

চীনের গবেষণাপত্রে বলা হয়েছে যে ভবিষ্যতে ChatBIT কৌশলগত পরিকল্পনা, অনুশীলনের সিমুলেশন এবং কমান্ড সিদ্ধান্ত গ্রহণেও ব্যবহৃত হতে পারে।

Llama (Large Language Model Meta AI) হলো মেটা (Meta) কর্তৃক তৈরি একটি উন্নত ভাষা মডেল। এটি একটি AI ভিত্তিক মডেল যা মানুষের ভাষা বুঝতে, প্রশ্নের উত্তর দিতে, সংলাপের জন্য দক্ষতার সাথে সাড়া দিতে, এবং বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়া করতে সক্ষম।

Llama মডেলের কয়েকটি সংস্করণ রয়েছে, যেমন Llama 1, Llama 2 ইত্যাদি, যা উন্নত ও হালনাগাদ প্রযুক্তির সাহায্যে আরো কার্যকরীভাবে কাজ করার জন্য প্রস্তুত করা হয়েছে। মেটা এই মডেলটিকে উন্মুক্ত করে দেয়ার মাধ্যমে গবেষকদের এটি নিয়ে গবেষণা ও বিভিন্ন প্রয়োগের সুযোগ তৈরি করেছে, তবে এর ব্যবহারে কিছু সীমাবদ্ধতা (যেমন সামরিক ও যুদ্ধসংক্রান্ত কাজে ব্যবহার নিষিদ্ধ) আরোপ করেছে।

এটি অনেকটা ChatGPT বা অন্যান্য ভাষা মডেলের মতোই কাজ করে তবে বিভিন্ন ক্ষেত্রে এর নিজস্ব বৈশিষ্ট্য ও সামর্থ্য রয়েছে, যা একে বিভিন্ন গবেষণা ও শিল্পের জন্য উপযোগী করে তুলেছে।

সূত্র :  রয়টার্স

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com