বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

ছাত্র আন্দোলনে গুলি করা ‘শুটার’ আনসার সহযোগিসহ গ্রেফতার

ছাত্র আন্দোলনে গুলি করা ‘শুটার’ আনসার সহযোগিসহ গ্রেফতার

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী ‘শুটার’ আনসার আহম্মদ রাহুল ও তার সহযোগী নাঈমকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেটের ওসমানীনগর থানার বড় হাজিপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরের সৈয়দপুর মেজরটিলার উনাই মিয়ার ছেলে আনসার আহম্মদ রাহুল ওরফে শুটার আনসার (৩০) এবং মেজরটিলার ইসলামপুর কলোনির আলমগীর হোসেনের ছেলে নাঈম (৩২)।

র‌্যাব ৯-এর মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) মশিহুর রহমান সোহেল জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওসমানীনগর উপজেলার বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এই অভিযানের মাধ্যমে তারা গ্রেফতার হন। সিলেট শাহপরাণ থানায় দায়েরকৃত সহিংসতার মামলার (এফআইআর নং-১৫/২১২) এজাহারভুক্ত আসামি ছিলেন এ দুজন। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগ রয়েছে এবং গত ২৮ আগস্ট দায়েরকৃত এই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের শনাক্ত করা হয়।

গ্রেফতারের পর আনসার ও নাঈমকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র : যুগান্তর:

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com