বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

নেত্রকোণা-২ আসন: হাসান আল মামুনকে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা

নেত্রকোণা-২ আসন: হাসান আল মামুনকে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
সামনের জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নেত্রকোণা-২ (সদর-বারহাট্রা) আসনে প্রার্থী হতে যাচ্ছেন, হাসান আল মামুন। হাসান আল মামুন ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা কোটা সংস্কার আন্দোলনের শীল্ষ নেতা ছিলেন। বর্তামনে তিনি গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক।
আজ শনিবার নেত্রকোণার মোক্তারপাড়া মাঠে এক জনসভায় গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর এই আসনে হাসান আল মামুনকে প্রার্থী ঘোষণা করেন।
এসময় নূরুল হক নুর বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে এ দেশেরে আপামর জনগণকে সাথে নিয়ে এগিয়ে নিতে চায়, জনগণের ক্ষমতায়ন করতে চায় গন অধিকার পরিষদ। যে কারণে নেত্রকোণায় আপনাদের সন্তান নেত্রকোণায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে ছাত্র বৈষম্য দুরীকরণে সফল হয়েছে,আগামীতে জাতির বৈষম্য দূরীকরণে এই নেত্রকোণার -২ আসন থেকে (সদর-বারহ্রাট্রা ) হাসান আল মামুনকে নির্বাচনের মাধ্যমে জয়লাভ করিয়ে এই অবহেলিত নেত্রকোণার মানুষের জন্যে কাজ করা সূযোগ করে দেবেন।
গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু’র সাবেক ভিপি নূরুল হক নুর বলেছেন, ছাত্র জনতা গণঅভ্যূত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠিয়েছে। তিনি এখন ভারতে বসে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, আওয়ামীলীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোন লাভ নেই। ছাত্র জনতা গণঅভ্যূত্থানের মাধ্যমে যে বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখছে, তরুণ প্রজন্মকে নিয়ে বৈষম্যহীন দাঙ্গা হাঙ্গামা, দখল, চাঁদাবাজ মুক্ত স্বপ্নের বাংলাদেশ গঠনে গণ অধিকার পরিষদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বিকালে নেত্রকোণার মোক্তারপাড়া মাঠে নেত্রকোণা জেলা ছাত্র, যুব ও পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত তারণ্যের সমাবেশে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।
গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহবায়ক হাসান আল মামুনের সভাপতিত্বে তারণ্যের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক আব্দুর রহমান ও পেশাজীবী অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com