বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, নেত্রকোণার আলো ডটকম:
গাজীপুরের মোগরখাল এলাকায় টিএনজেড গ্রুপের ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। তিন দিন ধরে চলা এই আন্দোলনে পুলিশের বিভিন্ন সংস্থা এবং সেনাবাহিনী বারবার চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে।
শনিবার সকাল থেকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ শুরু করেন। শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, বারবার আশ্বাস দেওয়া হলেও মালিকপক্ষ তাদের কথা রাখেননি, তাই তারা এখন বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন।
সড়ক অবরোধের ফলে তৃতীয় দিনের মতো ১২ কিলোমিটারজুড়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অনেক যাত্রী পায়ে হেঁটে বিকল্প পথে যেতে বাধ্য হচ্ছেন। এ ছাড়া যানবাহনের চালক ও সহকারীরা খাবার, বিশ্রাম ও গোসলসহ নানা সমস্যায় ভুগছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান জানান, পুলিশ শ্রমিকদের সরিয়ে দিতে বারবার চেষ্টা করেছে এবং মালিকপক্ষের সঙ্গেও আলোচনা করছে। তবে পরিস্থিতির সমাধান এখনো হয়নি।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বেতন পরিশোধ নিয়ে বিজিএমইএ এবং সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই একটি সমাধানে পৌঁছানোর আশা করা হচ্ছে।