বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন

গাজীপুরে তিনদিন পর মহাসড়ক ছাড়ল শ্রমিকরা

গাজীপুরে তিনদিন পর মহাসড়ক ছাড়ল শ্রমিকরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা টানা তিনদিনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শেষে অবরোধ প্রত্যাহার করেছেন। সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ মিয়া জানিয়েছেন, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে এই শ্রমিকরা রাস্তায় নামেন। টানা তিন দিনের এই অবরোধে যান চলাচলে বিপর্যয় দেখা দেয় এবং উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে। রোববার রাতেও শ্রমিকরা বাসায় ফেরেননি এবং সোমবার দুপুর পর্যন্ত মহাসড়কের ওপর অবস্থান করেন।

অবরোধের ফলে কর্মজীবী মানুষজন গণপরিবহণের অনুপস্থিতিতে হেঁটেই অফিসে যেতে বাধ্য হন। এছাড়া ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী গাড়িগুলো বিকল্প পথে চলার চেষ্টা করলেও অলিগলিতে যানজটের সৃষ্টি হয়।

টিএনজেড গ্রুপের এই কারখানা ছাড়া গাজীপুর শিল্পনগরীর অন্যান্য পোশাক কারখানার শ্রমিকরা স্বাভাবিকভাবেই কাজে যোগ দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com