বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
ঢাকা, ১৫ নভেম্বর ২০২৪: নিজেদের মাঠে শক্তিশালী আর্জেন্টিনাকে দারুণভাবে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ জয় পেল প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকার এই বাছাই ম্যাচে আর্জেন্টিনা এগিয়ে থেকেও
বাংলাদেশ সময় শুক্রবার ভোরে শুরু হওয়া ম্যাচের একাদশ মিনিটে আর্জেন্টিনা লাওতারো মার্তিনেসের গোলে এগিয়ে যায়। যদিও লাইন্সম্যান প্রথমে অফসাইডের বাঁশি বাজান, কিন্তু ভিএআরের সাহায্যে রেফারি এই গোলকে বৈধতা দেন।
১৯তম মিনিটে গুস্তাভো গোমেসের হেড ক্রসবারে লেগে ফিরলে আর্জেন্টিনা বিপদমুক্ত করতে ব্যর্থ হয়। এরপর গুস্তাফো ভেলাসকেসের ক্রসে আন্তোনিও সানাব্রিয়ার বাইসাইকেল কিকে বল জালে জড়িয়ে সমতা ফেরান প্যারাগুয়ের পক্ষে।
বিরতির পর খেলার ৪৭তম মিনিটে গোমেসের ফ্রি কিকে আলদেরেতে ডাইভিং হেডে প্যারাগুয়েকে ২-১ গোলে এগিয়ে দেন। এরপর পিছিয়ে পড়ে কিছুটা ছন্দ হারায় আর্জেন্টিনা এবং বল দখলে সংগ্রাম করতে থাকে। প্যারাগুয়ে তাদের আক্রমণাত্মক খেলার মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়নদের ওপর চাপ বজায় রাখে।
৬৯তম মিনিটে রদ্রিগো দে পলের শটে সুযোগ পেয়েও বল বাইরে মেরে আক্ষেপ নিয়ে ফিরে আসেন তিনি। খেলার ৭৯তম মিনিটে লিওনেল মেসির দূরপাল্লার শট প্রায় গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। শেষদিকে একটি কর্নার থেকে মেসির ক্রসে তাতি কাস্তেয়ানোসের হেড লক্ষ্যে রাখতে ব্যর্থ হন।
হারলেও আর্জেন্টিনা ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়া ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তাদের পাশে আসার সুযোগ পেয়েছে। ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল, আর পাঁচে উঠে এসেছে প্যারাগুয়ে।