বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন

ভিনিসিয়াসের পেনাল্টি মিসে পয়েন্ট ব্রাজিল হারাল

ভিনিসিয়াসের পেনাল্টি মিসে পয়েন্ট ব্রাজিল হারাল

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

বিবর্ণ ফুটবলের মধ্যদিয়ে ঘুরপাক খাওয়া ব্রাজিল গত মাসে টানা দুই জয়ে স্বস্তিতে ফিরেছিল। তবে তৃতীয় ম্যাচেই ফের ধাক্কা খেল। এবার ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট পাওয়া হলো না দরিভালের শিষ্যরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা।

বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠে রাফিনিয়ার গোলে ব্রাজিল এগিয়ে যাওয়ার পর সমতা টেনেছেন তেলাস্কো সেগোভিয়া। দলের সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি মিস না করলে ফলাফল অন্যরকম হতে পারতো।

ম্যাচের ৪৩তম মিনিটে রাফিনিয়ার অসাধারণ নৈপুণ্যে এগিয়ে যায় ব্রাজিল। প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি কিকে বল ঠিকানায় পাঠান বার্সেলোনায় হয়েও দারুণ সময় কাটানো এই ফরোয়ার্ড, বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

প্রথমার্ধে তেতে ওঠার আভাস দেওয়া ভেনেজুয়েলা বিরতির পর খেলা মাঠে গড়াতেই গোল পেয়ে যায়। সতীর্থের কাটব্যাক বক্সের মুখে পেয়ে জোরাল শটে প্রতিক্ষের একগাদা খেলোয়াড়ের মধ্যে দিয়ে বল ঠিকানায় পাঠান তেলাস্কো।

খেলার ৫৯তম মিনিটে প্রতি-আক্রমণে বক্সে একা ঢুকে পড়েন ভিনি, গোলরক্ষক ছুটে গিয়ে তাকে ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে তার দুর্বল স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক রাফায়েল রোমো। তারপরও সুযোগ ছিল, কিন্তু ফিরতি বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন রেয়াল মাদ্রিদ তারকা।

এই ড্রয়ের ফলে আপাতত পয়েন্ট টেবিলের তিনে উঠেছে ব্রাজিল। ১১ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ১৭। ১২ পয়েন্ট নিয়ে সাতে ভেনেজুয়েলা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com