বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দেশ থেকে অর্থ পাচারের সব পথ বন্ধ করতে দৃঢ় পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, অতীতে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা রোধে কার্যকর নীতি গ্রহণ করা হচ্ছে।
শনিবার (১৬ নভেম্বর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বিজনেস স্কুল আয়োজিত “ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ” শীর্ষক সংলাপে তিনি এসব মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন বলেন, “অর্থ পাচার রোধে এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে ভবিষ্যতে কেউ এ সুযোগ নিতে না পারে। অতীতের ভুল নীতির কারণে দেশের জনগণ চরম মূল্য দিয়েছে। এখন থেকে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করে কার্যকর নীতি গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
ফিজিবিলিটি টেস্ট ছাড়াই প্রকল্প গ্রহণ এবং উচ্চ সুদের ঋণ নেওয়ার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন সরকার এমন ঋণ প্রত্যাখ্যান করছে।
সিপিডি ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য উন্নয়ন বয়ানের ত্রুটি তুলে ধরে বলেন, প্রবৃদ্ধি বৃদ্ধি পেলেও বেসরকারি বিনিয়োগ ও ট্যাক্স-জিডিপি অনুপাত স্থবির। তিনি উন্নয়ন পরিকল্পনায় তথ্য-উপাত্তের রাজনৈতিককরণের সমালোচনা করেন।
দেবপ্রিয় মন্তব্য করেন, “আমরা ইতোমধ্যেই মিডল ইনকাম ট্র্যাপে আছি। রাষ্ট্রীয় কাঠামোর মেরামত ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।”
ড. সালেহউদ্দিন ও অন্যান্য বিশেষজ্ঞরা দেশের আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অর্থনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা, এবং দুর্নীতির মূলোৎপাটনে তারা কার্যকর সংস্কারের প্রত্যাশা করেছেন।