বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

গাজীপুরে শ্রমিক ও এলাকাবাসীর সংঘর্ষ: পোশাক কারখানায় অগ্নিসংযোগ

গাজীপুরে শ্রমিক ও এলাকাবাসীর সংঘর্ষ: পোশাক কারখানায় অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
গাজীপুরে দুই পোশাক কারখানার শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কের জিরানী এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। একপর্যায়ে বিক্ষুব্ধরা জিরানী বাজারের পাশে অ্যামাজন নীট ওয়্যার নামের একটি কারখানায় অগ্নিসংযোগ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেক্সিমকো কারখানার শ্রমিকরা গত দুইদিন ধরে চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে আসছিলেন। সোমবার সকালে ডরিন ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখতে পান, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে তারা বিক্ষোভ শুরু করেন এবং চন্দ্রা-নবীনগর সড়কের পৃথক স্থানে অবস্থান নেন।

এ সময় দুই কারখানার শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরে এলাকাবাসীও এতে জড়িয়ে পড়ে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, কারখানায় অগ্নিসংযোগের খবর পেয়ে কাশিমপুর ও কালিয়াকৈরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ বলেন, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পরিবহন ব্যবস্থায়ও বিপর্যয় দেখা দিয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com