বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

ঢাকা মহানগরে ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

ঢাকা মহানগরে ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বর্তমানে রাজধানীতে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে, যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। পাশাপাশি, অনেক পুরাতন প্যাডেলচালিত রিকশা অবৈধভাবে ব্যাটারি সংযোজনের মাধ্যমে যান্ত্রিক করা হয়েছে।

বিশেষ করে রাজধানীর অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেশি। তবে সুযোগ পেলে এসব রিকশা মূল সড়কেও দেখা যায়। রাজধানীর খিলগাঁও, মান্ডা, বাসাবো, মানিকনগর, রামপুরা, বাড্ডা, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কদমতলী, সবুজবাগ, শ্যামপুর, ডেমরা, মোহাম্মদপুর, বছিলা, উত্তরা, ভাটারা, দক্ষিণখান, উত্তরখান, ময়নারটেক, মিরপুর এবং পল্লবীসহ বিভিন্ন এলাকায় এসব রিকশার আধিক্য রয়েছে।

এছাড়াও, রাজধানীর প্রায় সর্বত্রই ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য লক্ষ্য করা যায়। এ কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে, যা আহত এবং প্রাণহানির কারণ হচ্ছে। ঢাকার দুই সিটি করপোরেশন একাধিকবার অভিযান চালালেও অবৈধ এসব বাহনের কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়নি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com