বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কুয়েতে বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজের আবারও বিশ্বজয়

কুয়েতে বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজের আবারও বিশ্বজয়

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশি ক্ষুদে হাফেজ আবারও কোরআনে কারিমের প্রতিযোগিতায় বিশ্বজয় করেছেন। কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য এই গৌরব বয়ে এনেছেন তিনি।
আট থেকে ১২ বছরের ছিগারুল হুফফাজ (শিশু হাফেজদের গ্রুপ) গ্রুপে প্রথম স্থান অর্জন করেন আনাস। তিনি রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়। এতে কোরআন প্রতিযোগিতায় প্রথম হিসেবে হাফেজ আনাসের নাম ঘোষণা করা হয়। আর কেরাত প্রতিযোগিতায় ঘোষণা করা হয় কারি আবু জর গিফারীর নাম।
এর আগে কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারী আবু জর গিফারী। কুয়েতের ক্রাউন প্লাজায় তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে এবার অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতার ১৩তম আসর।
এর আগে গত ৩০ অক্টোবর তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। ২০১৬ সালের পর এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। মুয়াজও মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com