শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমান্তের ওপারে বসে স্বৈরাচার নতুন নতুন ষড়যন্ত্র করছে। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঠাকুরগাঁও ছাত্র পরিষদের ছাত্র কনভেনশন-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সীমান্তের ওপারে স্বৈরাচার বসে প্রতিমুহূর্তে ষড়যন্ত্র করছে। আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে মৌলবাদীদের দেশ হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চলছে। ভারতের পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় এমনভাবে প্রচার করা হচ্ছে যেন এখানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে। কিন্তু ঘটনা আসলে তা নয়। এটা পরিকল্পিত ষড়যন্ত্র।”
তিনি সতর্ক করে বলেন,আমাদের আনন্দে থাকার সুযোগ নেই। দেশকে আবার অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। কোনো বিশৃঙ্খলা বা হঠকারিতাকে রুখে দিতে হবে।”
বিএনপির মহাসচিব ছাত্র রাজনীতির অনৈতিক দিক নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন , “কলেজে কলেজে ছাত্রদের মধ্যে মারামারির খবর শুনে খুব কষ্ট পাই। এমন পরিস্থিতি ঐক্য ও শৃঙ্খলা বিনষ্ট করছে। এটা ষড়যন্ত্রেরই অংশ। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মুক্তি সংগ্রামে ছাত্ররা ছিল ভ্যানগার্ড। তাদের ঐক্যবদ্ধ হয়ে দেশকে বিপদ থেকে রক্ষা করতে হবে। ছাত্র আন্দোলনই সব সময় বড় পরিবর্তন নিয়ে এসেছে।”
ছাত্রদের পাশাপাশি শ্রমিকদের আত্মত্যাগের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমাদের আন্দোলনে শুধু ছাত্র নয়, শ্রমিকদেরও অবদান অসামান্য। আমি পঙ্গু হাসপাতালে গিয়ে দেখেছি আহতদের ৪০ শতাংশই শ্রমিক। তাদের খবর রাখা আমাদের দায়িত্ব।”
মির্জা ফখরুল জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে দেশকে দানবের হাত থেকে মুক্ত দেখতে চান বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আমার আশা ছিল জীবদ্দশায় দেশের মুক্তি দেখে যেতে পারব। আলহামদুলিল্লাহ, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।”
মির্জা ফখরুল ছাত্রদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র রুখে দিতে এবং স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করতে সতর্ক থাকতে হবে।