শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলীয় নেতাকর্মীদের ভোগ-বিলাসিতার চিন্তা পরিহার করে মানুষের সেবা করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, “গোটা জাতিকে ধারণ করতে হবে, নিজেদের কাজের প্রতি সৎ ও পরিশ্রমী হতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে।”
শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর পূর্বাচলে ঢাকা মহানগর উত্তর ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “বর্তমানে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। তাই আমাদের আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।” তিনি উল্লেখ করেন, যদি এবার জামায়াত ব্যর্থ হয়, তবে দেশের মানুষের জন্য আর কোনো বিকল্প থাকবে না।
তিনি দলীয় নেতাকর্মীদের দ্বীন প্রতিষ্ঠার আদর্শ ধরে রাখার তাগিদ দিয়ে বলেন, “আপনারা যেখানে আছেন সেখানেই মানুষের আস্থা অর্জন করতে হবে। সেই আস্থা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।”
জামায়াত আমির বলেন, “ভোগ নয়, সেবা করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার কিছু নেই।” তিনি পরামর্শ দেন, সৎ ও প্রজ্ঞাশীল থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, “ছাত্রশিবির সবসময়ই জাতির কল্যাণে কাজ করেছে এবং এ ধারাবাহিকতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।”
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, “আমাদের সাংগঠনিক শক্তি ও আদর্শিক অবস্থান ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগরের আমির ফখরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।